বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রাম নিম বাগানে জাঁকজমকপূর্ণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণ করে লাল দল বনাম সবুজ দল। আজ ১৬ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় উক্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আখাউড়া আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সুমন আহাম্মদ খান। প্রধান অতিথি অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা ইকবাল আহাম্মদ খান।
বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক ম্যানেজার কামাল আহমদ খান, কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক গণকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক বাদল আহাম্মদ খান, গোপিনাথপুর আলহাজ্ব শাহ আলম কলেজের প্রভাষক জাবেদ আহমদ খান, সার্ভেয়ার আমিন জুটন আহমদ খান, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস বাবলি, ইটালি প্রবাসী রিমি খানম, মালয়েশিয়া প্রবাসী শাকিল আহমদ খান, ব্যবসায়ী ওয়ালীউল্লাহ, ইমন খান প্রমুখ।
লাল দলের খেলোয়ার – পূর্ণ, মারুফ, সিয়াম, অন্তর, জাহিন, আব্দুল্লাহ, রাফিন ও নুর। সবুজ দলের খেলোয়াড় – তানভীর, আলবি, রিফাত, তাহসান, আদর, শুভ, ইফাত ও রাব্বি। ২০ ওভারের খেলায় লাল দল ২ উইকেটে জয়লাভ করে। খেলা শেষে আগত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়। পরে প্রধান অতিথি ইকবাল আহাম্মদ খান সকলকে ধন্যবাদ জানিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করেন।
কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৩৩