ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে প্রায় ২ ঘণ্টা এই অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেলেও গাড়িটির মালিককে পাওয়া যায়নি। পরে গাড়িটি নিয়ে চলে যান অভিযানে থাকা সেনা সদস্যরা।
শেখ হাসিনার দেশত্যাগের পরই হারুন অর রশীদের আটক হওয়ার খবর ছড়ায়। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করে দেন। এরপর থেকে একরকম উধাও এ কর্মকর্তা। পরে পুলিশের প্রভাবশালীদের সঙ্গে একাধিক মামলায় আসামি হন তিনি। তবে এখন তিনি কোথায় আছেন এ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
খিলক্ষেত লেকসিটি কনকর্ডের বর্ণালী ভবনের নিচে হারুনের একটি গাড়ি রাখা আছে, সেনাবাহিনীর কাছে এমন খবর গেলে সেখানে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায় বলে জানান স্থানীয় একজন।
কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৫