ডেস্ক নিউজ : জনগণের জানমাল রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় কার্যক্রমকে প্রাধান্য দিয়ে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলে সেনাবাহিনীর টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া কমান্ডার (সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সোমবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেনাবাহিনীর ফেনী ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মীর কামরুল হাসান বলেন, মন্দিরে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে নিরাপত্তায় কার্যকর ভূমিকা নেওয়া হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ চলছে। কাজটি দ্রুততর সময়ে করার গুরুত্ব প্রসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন জেলা প্রশাসক।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ফেনী পৌরসভা পুনরায় সেবা প্রদানে কাজ শুরু করেছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা সকলেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ শুরু করেছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং সেল গঠন করা হবে বলে জানান তিনি।
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাইমিন তাজিম বলেন, ৫ আগস্ট অর্জিত স্বাধীনতা রক্ষায় ছাত্ররা মাঠে নেমেছে। সড়কে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, নিরাপত্তাসহ যেকোনো নাগরিকসেবায় আমরা কাজ করেছি। কিন্তু পূর্ণাঙ্গরূপে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম শুরু করা জরুরি। তবে তাদের এমনভাবে কাজ করতে হবে, যেন জনগণের স্বার্থ রক্ষা হয়।
কুমিল্লা এরিয়া কমান্ডারকে অনুরোধ করে তাজিম বলেন, ফেনীতে যারা রক্তপাত ঘটিয়েছে তাদের ধরতে হবে। এই এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র রয়েছে। কারণ, সেসব অস্ত্র ব্যবহার করে দিনের পর দিন মানুষকে জিম্মি করা হয়েছে। তল্লাশি চালিয়ে উদ্ধার করতে হবে।
সভায় সেনাবাহিনীর একাধিক কর্মকর্তাসহ ঐক্য পরিষদের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদলসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছিলেন। সভা শেষে মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফেনী মডেল থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, আপনাদের নিরাপত্তা আপনাদের নিশ্চিত করতে হবে। তবে আপনাদের সহযোগিতায় সেনাবাহিনী থাকবে। এ দেশের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ পুলিশ। পুলিশকে জনগণের সেবার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। এসময় তিনি কাজে যোগদানের জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫৫