আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ( ৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় ৪ সেপ্টেম্বর পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত হবে এই বিতর্ক।
গত মাসে ফক্স নিউজ কামালা হ্যারিসকেও ১৭ সেপ্টেম্বর বিতর্কের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তখন ফক্স নিউজের প্রস্তাবে রাজি হয়েছিলেন বলে জানান কামালা।
কিন্তু জো বাইডেন ২১ জুলাই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে কামালাকে সমর্থন দেয়ার পর ট্রাম্প বলেছিলেন যে তিনি তার সঙ্গে বিতর্ক করবেন না কারণ তিনি আনুষ্ঠানিক প্রার্থী নন।
কামালার প্রতি তেমন কারও সমর্থন নেই দাবি করে ট্রাম্প আরও বলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও তাকে সমর্থন করেননি। কিন্তু ট্রাম্পের এই কথার একদিন পরেই কামালাকে সমর্থন দেন ওবামা।
এছাড়া শুক্রবার ( ২ জুলাই) ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিনিধি ভোটও পেয়েছেন কামালা হ্যারিস। এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের সঙ্গে বিতর্কে খারাপ ফলাফলের পর সমালোচনার মুখে পড়েন। অবশেষে দলীয় চাপে নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেন বাইডেন।
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১৯