আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ ভরবো মাছে মোদের দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (০২ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি। মতবিনিময় সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি।
এসময় তিনি বলেন, মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পরই বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন পুকুর ও প্রাকৃতিক জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধিতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মৎস্য চাষী মোস্তফা কামাল, রতন কুমার ঝাঁ, শামীম আকতার মন্টু, জেসমিন আক্তার, প্রিয় মহন বর্মন, আবু বক্কর সিদ্দিক, গোলাম রব্বানী, কফিল উদ্দীন, পরিমল চন্দ্র বর্মন, কামাল উদ্দীন, আব্দুল করিম, রিপন প্রমুখ।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১১:৩৪