স্পোর্টস ডেস্ক : ডাম্বুলায় এশিয়া কাপের চলতি আসরের প্রথম সেমিতে শক্তিশালী ভারতকে হারাতে পারলেই দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করবে জোত্যির দল। তাই সে ম্যাচের আগে বাংলাদেশ দলের ভাবনায় শুধুই সেরা একাদশ নির্বাচন।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমির টিকিট পায় বাংলাদেশ। সেই ম্যাচে দাপুটে জয়ের দেখা পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। কেননা সে ম্যাচেই এশিয়া কাপের ইতিহাসে নিজেদের রেকর্ড দলীয় রানের দেখা পেয়েছিল বাংলাদেশ। মালেশিয়াকে টার্গেট দিয়েছিল ১৯২ রানের।
মালয়েশিয়ার ম্যাচে বাংলাদেশ দলের ওপেনার দিলারা আক্তার ২০ বলে ৩৩, মুর্শিদা খাতুন ৫৯ বলে ৮০ ও জ্যোতি ৩৭ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। তাই অনুমিতভাবেই বলা যায়, সেই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়তি অনুপ্রেরণা যোগাবে আজকের সেমিফাইনালে।
তবে আজ ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরতে পারেন বাংলাদেশ দলের অন্যতম তারকা পেসার মারুফা আক্তার। শসর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন না তিনি। তিনি ফিরলে বাদ পড়তে পারেন সাবিকুন নাহার জেসমিন।
বাংলাদেশ (সম্ভাব্য) একাদশ-
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৪,/দুপুর ১:৪৩