স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর যেন অস্তিত্ব সংকটে পড়ে গেছে পাকিস্তানের ক্রিকেট। সামনের দিনে কীভাবে এগোবে দেশটির ক্রিকেট, তা নিয়ে নানা মুনি নানা মত দিচ্ছেন।
এবার বাবর আজমকে পাকিস্তান দলের নেতৃত্ব ছাড়তে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর।
তারপর আবার তার নেতৃত্ব গ্রহণ করাকে মহাভুল বলছেন রশিদ লতিফ, ‘বাবরের সবচেয়ে বড় ভুল হচ্ছে দ্বিতীয়বার নেতৃত্ব গ্রহণ করা। সে যদি এখনও অধিনায়কত্ব চালিয়ে যায়, সেটা আরও বড় ভুল হবে।’
নেতৃত্বের কারণে ‘ব্যাটসম্যান’ বাবরের ক্ষতি হচ্ছে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার, ‘অনেক বছর পর পাকিস্তান একজন ব্যাটসম্যান (বাবর) পেয়েছিল যে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়িয়েছে। তার এই (নেতৃত্বের) রাজনীতিতে জড়ানো উচিৎ নয়।’
পাকিস্তান দলে টিকে থাকতে বাবর এবং আরেক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন আনারও পরামর্শ দিয়েছেন রশিদ লতিফ। এক্ষেত্রে দুই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মার উদাহরণ টেনে তিনি বলেন, ‘দেখুন রোহিত শর্মা এবং বিরাট কোহলি কীভাবে নিজেদের পরিবর্তন করেছে। রোহিত নিজেকে ১৯০ ডিগ্রি পাল্টে ফেলেছে। তার আইপিএল স্ট্রাইক রেট ১৩০-১৪০ থাকত, এই বছর সেটা ১৬০-এ পৌঁছেছে। কোহলিও এভাবে নিজেকে বদলেছে।’
নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ বদলানোর জন্য বাবর-রিজওয়ানকে বেশি সময় দিতে রাজি নন রশিদ, ‘আমি বাবর এবং রিজওয়ানকে তাদের টি-টোয়েন্টি ব্যাটিং অ্যাপ্রোচ বদলানোর জন্য পাঁচ ম্যাচ সময় দেব। এর মধ্যে কোনো পরিবর্তন না এলে তাদের দল থেকে বাদ দেওয়া উচিত।’
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুই রান সংগ্রাহক ছিলেন বাবর ও রিজওয়ান। গ্রুপপর্বের চার ম্যাচে বাবরের ব্যাটে আসে ১২২ রান, রিজওয়ানের রান ১১০। কিন্তু তাদের দুইজনের স্ট্রাইক রেট মোটেই টি-টোয়েন্টি মেজাজের সঙ্গে মানানসই ছিল না। বাবরের ১২২ রান এসেছে ১০১.৬৬ স্ট্রাইক রেটে। রিজওয়ান ১১০ রান করতে ব্যাট করেছেন ৯০.৯০ স্ট্রাইক রেটে।
কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২৪,/রাত ১০:৫৫