স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে চার ম্যাচের দুটিতে আগে ব্যাটিং করে ধুঁকেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে ১১৩ রান এবং নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা করে মোটে ১১৫ রান। যা একেবারেই টি-টোয়েন্টি সুলভ নয়। অবশেষে সুপার এইটে এসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় রানের দেখা পেল দক্ষিণ আফ্রিকা। সুপার এইটের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯৪ রান করেছে এইডেন মার্করামের দল।
শেষ ব্যাটসম্যান হিসেবে ৩২ বলে ৪৬ রান করে বিদায় নেন মার্করাম। প্রােটিয়াদের দলীয় সংগ্রহ তখন ৪ উইকেটে ১৪১ রান। এরপর ৩০ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি ইনিংস টেনে নেন হেনরিখ ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৯৪ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
যুক্তরাষ্ট্রের হয়ে ২টি করে উইকেট নেন হারমিত সিং এবং সৌরভ নেত্রাভালকার। গ্রুপপর্বে কানাডার বিপক্ষে ১৯৪ রান তাড়া করে ৭ উইকেটে জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। বড় রান তাড়া করে জেতার রেকর্ড আছে দলটির। এবার পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আরো এক অঘটনের জন্ম দিতে পারবে কি যুক্তরাষ্ট্র?
কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ১১:১৫