ডেস্ক নিউজ : হজ ও ওমরায় মাথা মুণ্ডন করে বা চুল খাটো করে হালাল হওয়া ওয়াজিব। হালাল হওয়ার পর ইহরাম অবস্থায় যা কিছু নিষিদ্ধ ছিল তার প্রায় সবই বৈধ হয়ে যায়। হালাল হওয়ার জন্য পুরুষরা মাথা মুণ্ডন ও চুল ছোট করতে পারেন। আর নারীরা শুধু চুল সামান্য ছোট করেন।
যে ব্যক্তি মাথা মুণ্ডন করে হালাল হয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য তিনবার ক্ষমা প্রার্থনা করেছেন। আর যে ব্যক্তি চুল খাটো করে তার জন্য একবার।
হযরত ওমর রাদিআল্লাহু আনহু বলেন, মাথা মুণ্ডনকারীদের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমতের দোয়াও করেছেন। যে ব্যক্তি মাথা মুণ্ডন করে হালাল হবে তার চুলের সমপরিমাণ গুনাহ মাফ হবে। যদি কারও গুনাহ তার চেয়ে কম থাকে তাহলে আল্লাহ তাআলা সেগুলোর বিনিময়ে নেকি দেবেন বলে হাদিস শরিফে জানা যায়।
মক্কায় ওমরাহ পালনের পরপরই মাথা মুণ্ডনের জন্য বিভিন্ন সেলুন রয়েছে। সেলুনের লোকজন হারাম শরিফের চারপাশে ছড়িয়ে থাকে। ডাকতে থাকে ‘বাল কাটওয়ানা হে’?
পাঁচ রিয়ালের বিনিময়ে চুল খাটো কর বা চুল মুণ্ডন কর ওমরাহ পালনকারীরা।
কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/বিকাল ৫:০৫