মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কতৃক সিমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য আটক। ১১ জানুয়ারি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা।
এবিষয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪