স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামশেদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী—–রাজেউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে মা স্ত্রী দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার সকাল ১১ টার দিকে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পৌরশহরের জুড়ানপুরে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি পীর হাফিজুর রহমান। জামশেদ আলী জুড়ানপুর গ্রামের মৃত আশরাফ আলীর বড় ছেলে। জনপ্রিয় নেতা জামশেদ আলীর অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানাযায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হয়ে শাসকষ্ট হতে থাকে। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
জামশেদ আলীর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ভারপ্রপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, মোহাম্মদ মুছা, মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, নিস্তার ফারুক, পৌর বিএনপির সাাধারন সম্পাদক আব্দুল হাইসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ১১:৩০