আন্তর্জাতিক ডেস্ক : লোক সভা নির্বাচনে ভারত-শাসিত কাশ্মীরে জেল থেকে নির্বাচন করে সাবেক মুখ্যমন্ত্রীকে হারিয়ে জয়ী হয়েছেন সাবেক এক বিধায়ক। বিজয়ী শেখ আব্দুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ ২০১৯ সাল থেকে সন্ত্রাসী কাজে অর্থায়নের অভিযোগে কারাগারে রয়েছেন।
বিবিসির এ প্রতিবেদনে জানা যায়, ১ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে সবাইকে হতবাক করেছেন। শেখ আব্দুল রশিদ ওরফে ‘ইঞ্জিনিয়ার রশিদ’ বারামুল্লা নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন।
বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন। তার ছেলেই তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছিল, রোডশো আয়োজন করেছিল যা হাজার হাজার লোককে আকৃষ্ট করেছিল এবং এই অঞ্চলের যুবকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিলো।
কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৯:৪০