এম রায়হান চৌধুরী চকরিয় : লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় ক্রয়কৃত ও দীর্ঘ বছরের ভোগদখলী জমি থেকে বাড়ীও জমিটি অন্যায়ভাবে দখলে নিতে দখলবাজ ভাড়া করে জবরদখলের পায়তারার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জমিটির ক্রয়কৃত মালিক সাহানা বেগম এর কণ্যা জানান, ৩০৬ নং ফাইতং মৌজায় ৬১৫/৯৪ নং দলিল মূলে ৫৪ শতক জমি ক্রয় করেন।যার মধ্যে ৪০ শতক জমি দখলে নিতে পারলেও বাকী ১৪ শতক জমি দখলবাজদের কবল থেকে উদ্ধার করতে পারেননি। মৃত শামসুল আলমের পূত্র আক্তার হোছাইন ১৯৯৪ সালে ভূয়া কাঁচা দলিল সৃষ্টি করে তার পিতার বিক্রিত জমিটি বিভিন্ন জনকে পুনরায় বিক্রি করে। তার পিতার বিক্রি জমির বৈধ মালিক সাহেনা বেগম এর ২০ শতক জায়গা অবৈধ ভাবে দখলবাজ ভাড়া করে দখলে নিতে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত কয়েকদিন আগে সাহানা বেগম তার ক্রয়কৃত ও দখলী জায়গায় স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় ছোট একটা বাড়ি নির্মাণ করেন। বাড়ি টি নির্মাণের পর থেকে ভাড়াটিয়া দখলবাজ ভাড়া করে তাকে বাড়ি সহ জমিতে উচ্ছেদ এর চেষ্টা চালিয়ে যাচ্ছে আক্তার হোসেন গং।দখল আতংকে স্বামী হারা এই নারী ২ কণ্যা ও ১ প্রতিবন্ধী সন্তান নিয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন।পরে ফাইতং ফাঁড়িতে অভিযোগের ভিত্তিতে পুলিশ আসলে দখলবাজরা পালিয়ে যায়।সাহানা বেগম জানান, কাগজপত্র নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে তারা বৈঠকে না বসে গায়ের জোরে জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জবরদখল কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী এই অসহায় পরিবার।
কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫