এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসালামীর হাকিমপুর ইউনিয়নের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগষ্ট) বিকেলে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পচিালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা আমির ও হাকিমপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আমিন উদ্দিন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়রকামাল আহমেদ বিশ্বাস, মাওলানা. গিয়াস উদ্দিন, মাষ্টার ইমদাদুল হক, সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয়ভাবেই মানুষের সকল সমস্যার সমাধান করা হবে। লাইনে দাঁড়িয়ে মানুষের কাছে হাত পাততে হবে না। সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহবান জানান।
কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ৮:০০