শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল(এসডিজি) স্থানীয়করন প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) উপজেলার হাতিয়া ও গুনাইগাছ ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনডিপির অর্থায়নে ও হাঙ্গার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক সুখময় পাল, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সচিব হারুন অর রশিদ, সদস্য আব্দুর রব রানু, আব্দুল রাজ্জাক, সংরক্ষিত আসনের নারী, সদস্য ইতি বেগম, গুনাইগাছ ইউনিয়নের নারী সদস্য আলেয়া বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা নকুল কুমার, উপজেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম, ইউনিয়ন সমন্বয়কারী বাবলা সরকার টিটো প্রমুখ। উল্লেখ, ইউএনডিপি’র অর্থায়নে ও হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে খুলনার ডুমুরিয়া ও কুড়িগ্রামের উলিপুরে এসডিজি লোকালাইজেশন প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।