এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীর আঙ্গুল কামড়িয়ে ছিঁড়ে দিলো এক লম্পট। রোববার ( ৩১ আগস্ট) ঘটনাটি ঘটেছে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে। এ ঘটনায় চৌগাছা থানা পুলিশ তাহাজ্জত হোসেন ওরফে টেনা (৫০) নামে একজনকে আটক করেছেন। আটক টেনা আন্দুলিয়া গ্রামে মাদ্রাসা পাড়ার বাসীন্দা। থানার মামলার নথি সূত্রে জানা যায়, আন্দুলিয়া গ্রামে মাদ্রাসা পাড়ার বাসীন্দা স্বপন উদ্দীনের স্ত্রী শিরিনা খাতুনকে দীর্ঘদিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে আসছিলো একই পাড়ার আমিন মন্ডলের ছেলে তাহাজ্জত হোসেন ওরফে টেনা । শিরিনা তার প্রস্তাবে রাজি না হওয়ায় নানা রকম হুমকি ধামকি দিয়ে আসছিলো টেনা।
ঘটনার দিন শিরিনাকে বাড়ীতে একা পেয়ে টেনা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ধস্তা-ধস্তির এক পর্যায়ে টেনা শিরিনার একটি আঙ্গুল স্বজরে কামড়িয়ে ছিঁড়ে নেয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শিরিনার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাহজ্জত হোসেন টেনা পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত শিরিনা খাতুনকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান ইমন জানান, আহত মহিলার হাতের একটি আঙ্গুল তার শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। আমরা তার চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছি।
এ ঘটনাই শিরিনা খাতুন বাদী হয়ে তাহাজ্জত হোসেন ওরফে টেনাকে আসামী করে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ অভিযুক্ত আসামীকে আটক করেছেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামীকে আটক করেছেন। সোমবার আসামীকে আদালতে পাঠানো হবে।
কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/রাত ১০:০১