ভেনেজুয়েলার উপকূল এবং অঞ্চল থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা
Reporter Name
Update Time :
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
২৩
Time View
আন্তর্জাতিক ডেস্ক : রোববার (৩১ আগস্ট) আনাদোলুর প্রতিবেদনে এ খবর জানানো হয়। ক্যারাবোবো রাজ্যে বক্তৃতা দিতে গিয়ে রদ্রিগেজ বলেন, ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে মার্কিন সরকার শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে।
তিনি ওয়াশিংটনের প্রতি তীব্র ভাষায় বলেন, তাদের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে এবং ভেনেজুয়েলার উপকূল ও ভূখণ্ড থেকে দূরে থাকতে। রদ্রিগেজ সতর্ক করে আরও বলেন যে, যদি যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে ভেনেজুয়েলা তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে।
তিনি ওয়াশিংটনের এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে ভেনেজুয়েলা সরকার একটি মাদক-সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। সাইমন বলিভার এবং হুগো শ্যাভেজের ‘মহান মানুষদের’ বিরুদ্ধে এই ধরনের অভিযোগকে প্রতারণা এবং অনৈতিকতা বলে অভিহিত করেছেন তিনি। রদ্রিগেজ এই অভিযোগগুলোকে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা এবং অপবাদ হিসাবে বর্ণনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ল্যাটিন আমেরিকার মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক ব্যবহারের অনুমোদনের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। ট্রাম্পের নির্দেশের পর ভেনেজুয়েলার উপকূলে ক্যারিবিয়ান জলসীমায় একটি সাবমেরিন এবং সাতটি যুদ্ধজাহাজের সমন্বয়ে গঠিত একটি নৌ দল মোতায়েন করা হয়।