মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

চৌগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্পে  সেবা নিলেন ২ হাজার রোগী

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জুলাই শহীদ জাবির-আল-আমিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগষ্ট ) পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্যাম্পে রোগীরা সেবা নেন।

জামায়াত মনোনীত যশোর-২ সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এর তত্বাবধানে এবং আদ্বীন সকিনা মেডিকেল কলেজে হাসপাতালের সহযোগীতায় ১১ জন চিকিৎসকসহ ২২০ জনের মেডিকেল টিম রোগী দেখেন। এই ক্য¤েপ শিশু, চক্ষু, গাইনি, মেডিসিন ও ডেন্টালসহ বিভিন্ন রোগ নির্ণয়সহ চিকিৎসা প্রদান করেন।

এ চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধ ও চক্ষু রোগীদের চশমা সরবরাহ করাহয়। এই ক্যাম্পে ৫০ জন সানি রোগী বাছাই করা হয়েছে। তাদের স¤পুর্ন বিনামূল্যে সানি অপারেশনের ব্যবস্থা করবে ক্যাম্পের আয়োজকেরা।

গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ক্যাম্পে আয়োজন করা হয়েছে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েব আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, মাওলানা. গিয়াস উদ্দিন, হাফেজ আমিন উদ্দিন খান, আশরাফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit