জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৩১ আগস্ট)দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো.তফিকুল ইসলাম তৌফিক, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো.হারুন উর রশীদ, মাটিরাঙ্গা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো.মিজান, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মরা.জামাল হোসেন উপস্থিত ছিলেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বাজার পরিচালনা কমিটি সবাইকে সতর্ক করেন কোন জরিমানা করা হয়নি
কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/রাত ১০:০৫