স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বুমরাহকে নিয়ে এক বিতর্ক উসকে দিয়েছেন ভারতের সাবেক ফাস্ট বোলার বরুণ অ্যারোন। গত জুনে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট শিকারের পর বরুণ দাবি করেন, বুমরাহ ‘পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের চেয়েও ভালো বোলার’। তার এই মন্তব্য সে সময়ই আলোড়ন তোলে। এবার এই বিতর্কে মুখ খুলেছেন খোদ আকরাম। বুমরাহর সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ।
জিও নিউজের বিশেষ অনুষ্ঠান ‘হাসনা মানা হ্যায়’-এ আকরাম ভারতের সাবেক পেসার বরুণের দাবির প্রেক্ষিতে নিজের মত জানান। তিনি বর্তমান প্রজন্মের পেসারদের নিয়ে কথা বলেন এবং অতীত–বর্তমানের ক্রিকেটারদের তুলনা প্রসঙ্গেও মন্তব্য করেন। আকরাম বলেন, ‘জাসপ্রিত বুমরাহ বিশ্বের অন্যতম সেরা বোলার। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার বল করার ভঙ্গি অদ্ভুতরকম হলেও গতি আছে। তবে ৯০ দশকের বোলারদের সঙ্গে এখনকার কাউকে তুলনা করা সম্ভব নয়। আমি ছিলাম বাঁ-হাতি, আর সে ডান-হাতি।’
৫৯ বছর বয়সী এ কিংবদন্তি জানান, সমকালীন খেলোয়াড়দের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক চলে, তা তাকে প্রভাবিত করে না। তিনি মজার ছলে বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বিতর্ক প্রায়ই দেখি। যেন অন্যের বিয়েতে গিয়ে অযথা হস্তক্ষেপ করা! মানুষ পাগল হয়ে যাচ্ছে। এতে আমার কিছু যায় আসে না, তারও না। সাবেক ক্রিকেটাররা নিজেরাই এসব নিয়ে লড়াই করছে।’পরিশেষে আকরাম বলেন, ‘সে আধুনিক যুগের একজন গ্রেট। আমরা ছিলাম আমাদের সময়ের, আমাদের কাজ করেছি, অন্যরা তাদেরটা করেছে। তবে এটুকু বলব, এই বোলার সত্যিই অনেক আকর্ষণীয়।’
গত জুনে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির হেডিংলি টেস্টে বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের পর বরুণ বলেছিলেন, ‘ওকে (বুমরাহ) জিনিয়াস বললেও কম বলা হবে। এখন সে সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত রূপ) দেশে আকরামের চেয়েও বেশি উইকেট নিয়েছে। এটুকুই যথেষ্ট। কারণ ওয়াসিম হয়তো পৃথিবীর সেরা ফাস্ট বোলার ছিলেন, আর বুমরাহও প্রায় একই রকম, যদি না আরও ভালো হয়ে থাকে।’
অ্যারনের এই বক্তব্যে সাবেক ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পাকিস্তানের সাবেক পেসার আবদুর রউফ খান এ দাবিতে বিস্ময় প্রকাশ করেন। অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার ফারভিজ মহারুফ বলেন, বুমরাহ আজকের দিনে সব ফরম্যাটের অন্যতম ভয়ংকর বোলার। তবে আকরামের সেরা সময়ের সঙ্গে তুলনায় তিনি সংশয় প্রকাশ করেন।
কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ৮:০০