বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
ককটেলসহ শ্বশুর বাড়ি থেকে সন্ধীপ উপজেলা আ.লী সভাপতি গ্রেপ্তার গাজায় ২৪ ঘণ্টায় অপুষ্টিতে ৭ জনের মৃত্যু আজই দলগুলোর সঙ্গে রাষ্ট্রসংস্কারের আলোচনা শেষ করতে চায় কমিশন রাঙামাটির রাবিপ্রবি’র ১০ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার,সনদ বাতিল করলো প্রশাসন কানাডার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পরিকল্পনায় ট্রাম্পের কড়া বার্তা ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ফের ১৩ আগস্ট ডেঙ্গুতে আরও দুইজনের প্রাণহানি, হাসপাতালে ২৭৮ সীমান্ত পথে আরও ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ ‘মিডিয়ার বাকস্বাধীনতা কি সত্যি আছে?’—প্রশ্ন আনিস আলমগীরের.. ফিরেই মায়ামিকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৭১ Time View

জালাল আহমদ, ঢাকা : সারাদেশে বিভিন্ন উৎসবমুখর কর্মসূচির মধ্য দিয়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালন করেছে লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস । আজ ২৮ এপ্রিল সারাদেশে  ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ পালিত হয়েছে। এবার দিবসটি ১২ তম বারের মতো দেশব্যাপী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস আজ ২৮ এপ্রিল রোববার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে আদালতসংলগ্ন সড়কে শোভাযাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করে।

শোভাযাত্রায় মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলাম সহ আদালতে কর্মরত বিচারকগণ ও এর অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবীগণ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, বিচারপ্রার্থী, আইন-আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসমূহ এবং কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যগণ অংশগ্রহণ করেন।

এদিন বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য শোভাযত্রা উৎসবমুখর পরিবেশে আদালত সংলগ্ন রাস্তাসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে লিগ্যাল এইড ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। দিবসটি উপলক্ষে তিনি আদালত চত্বরে লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত লিগ্যাল এইড মেলা উদ্বোধন করেন। 

এরপর তিনি জেলা লিগ্যাল এইড অফিস, কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, পুলিশ প্রশাসন, ব্লাস্ট, সমাজসেবা অধিদপ্তর ও ব্র্যাক এনজিওর স্থাপিত স্টল পরিদর্শন করেন। এ ছাড়া লিগ্যাল এইড ক্যাম্পে আইনগত সহায়তা, আইন-আদালত সম্পর্কিত তথ্যসেবা, আইন বই প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় জেলা লিগ্যাল এইড অফিস রক্তদান কর্মসূচির আয়োজন করে।

এবারে ঢাকার জেলা জজ আদালতের নাজির খাদেমুল ইসলাম এর রক্তদানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়। পরবর্তীতে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, “অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয় সে জন্যই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার সরকারিভাবে বিনা মূল্যে লিগ্যাল এইডের মতো পরিষেবা চালু করেছেন, যা আজ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে”।  জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ সফলভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় বিভিন্ন আদালতের বিচারকগণ ও এর অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মো. সায়েম খান গণমাধ্যম কর্মীদের কে বলেন, “অত্যন্ত সুষ্ঠুভাবে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। দিনব্যাপী কর্মসূচি চলবে”। ঢাকার বাইরে চট্টগ্রাম ,বগুড়া, পাবনা, খুলনা , নড়াইল, নোয়াখালী , ফেনী সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit