শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, আজকে একটি চমৎকার উদ্যোগ উপজেলা পরিষদের মাধ্যমে নেয়া হয়েছ ।
বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী অফিসার অত্যান্ত একজন গতিশীল মানুষ, চষে বেড়াচ্ছেন মদন উপজেলায়, আমার কাছে খবর আছে, আপনারাও বলেছেন। প্রধানমন্ত্রী শুধু ঘর দিয়েই ক্লান্ত হননি আমরা উপর মহলে যাই, তিনি আপনাদের খোঁজ খবর রাখেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার একক ঘরের উপকারভোগীদের আয় বর্ধক কাজে সংযুক্তকরনের জন্য পরিবার ভিত্তিক এডিপি কর্মসূচির আওতায় হাসেঁর বাচ্চা বিতরণ করেন কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন ।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাহ আলম মিয়ার সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম আকন্দ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ।
কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩