নওগাঁ প্রতিনিধি : সুস্থ শ্রমিক শোভন, কর্মপরিবেশ,গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসনের চত্ত্বর প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক রাসেদুল হাসান, নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ আশিস কুমার সরকার, মোবারক হোসেন (ইন্সেপরিদর্শক ডি .এস.বি) প্রমূখ। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা করেন।
কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৪,/দুপুর ১:১৬