মো: সালাহউদ্দিন আহমেদ: কয়েকদিন ধরেই বেড়ে চলেছে তিব্র গরম এরসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংও। নরসিংদীর কোনো কোনো এলাকায় ৫ থেকে ৬ ঘন্টাই থাকছেনা বিদ্যুৎ। এরপর রাত ১২টায় বিদ্যুৎ চলে যাওয়ার পর রাত তিনটায় আসে আবার সাড়ে তিনটায় চলে যায়। নরসিংদী শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। অনেক এলাকায় দিনের বেলা বিদ্যুৎ নেই বললেই চলে। সন্ধ্যায় বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পর পর চলে যাওয়ায় অতিষ্ঠ গ্রামের মানুষ।
অসহনীয় লোডশেডিংয়ের কথা বলতে গিয়ে আমাদিয়া ইউনিয়নের বাসিন্দা কথা ইসলাম বলেন, ‘গতকাল সন্ধ্যায় তিনবার, রাত ১২টার দিকে একবার, এরপর রাত আড়াইটার দিকে আবারও বিদ্যুৎ চলে যায়।’ একই অভিযোগ করেন মেহেরপাড়া এলাকার বাসিন্দা সৌরভ তিনি বলেন, ‘রাত তিনটার দিকে একবার আবার ভোর ৫টার দিকে বিদ্যুৎ চলে যায়।’ পাঁচদোনা এলাকা থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। এদিকে, আমদিয়া এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘গত তিন দিন ধরে রাত ১১টার পর বিদ্যুৎ চলে যাচ্ছে আসছে দুই থেকে তিন ঘন্টা পর।
সোমবার রাতে ১১টা ২০মিনিটে বিদ্যুৎ চলে যাওয়া পর এসেছে রাত ৩টার দিকে আবার চলে যায় সাড়ে তিনটায়। এ সময় নেহাব মাথরা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে অন্তত ৫০বার ফোন করলেও কেউ রিসিভ করেনি। প্রতিদিন একই সময়ে বিদ্যুৎ চলে যাওয়া এবং নির্দিষ্ট বিরতিতে আবার আসাকে লোডশেডিং ছাড়া আর কী বলা যায়?’ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, গ্রিড থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ না থাকায় এধরণের সমস্যা হচ্ছে তবে খুব শিগগিরই পরিস্থিতি ভালোর দিকে যাবে।
কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/দুপুর ২:১০