স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে রোববার (২১ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৭৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে ৭ উইকেট ও ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা। ইনিংসের শুরুটা ভালোই করেছিলো পাকিস্তান। রান তোলায় ভালো গতি ছিল, তবে সাইম আইয়ুব আউট হওয়ার পর কিছুটা ধীরগতিতে রান তোলে পাকিস্তান। মাঝে সব জুটিই ধীরগতিতে রান তুলেছে। আর পাকিস্তানের এই লক্ষ্য তাড়া করতে বেশি বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডের। চ্যাপমানের ঝোড়ো ইনিংসে ১০ বল হাতে রেখেই জয় পায় কিউইরা।
তবে এমন ব্যাটিংয়ে কোন সমস্যা দেখেন না বাবর আজম। ম্যাচ শেষে বাবর বলেন, ‘ব্যাটিংয়ে আমরা ভালো করেছি। আমার মনে হয় না, এটা (মন্থর হয়ে যাওয়া) খুব বড় ব্যবধান গড়ে দিয়েছে। কারণ শেষে আমরা পুষিয়ে দিয়েছি।’পাকিস্তানের অধিনায়ক আরও বলেন, ‘বলতে পারেন, ১০ রানের ঘাটতি ছিল আমাদের। দুভার্গজনকভাবে, রিজওয়ানের চোট আমাদের জন্য ধাক্কা হয়ে আসে। তবে শাদাব পরে দারুণ খেলেছে এবং ইরফানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তুলেছে। পিন্ডিতে ১৮০-১৯০ রান জয়ের মতো স্কোর।’
এদিকে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খানের চাওয়াটা একটু ভিন্ন। তিনি মনে করেন কখনও কখনও ইম্প্যাক্টফুল ইনিংস বেশি প্রয়োজন। শাদাব খান বলেন, ‘মাঝেমধ্যে আপনার ইম্প্যাক্টফুল ইনিংস লাগবে, বিশেষ করে এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান করে যাওয়া কঠিন নয়, ইম্প্যাক্টফুল ইনিংস খেলাটাই কঠিন।’ এদিকে বাবর না মানলেও পাকিস্তানের প্রধান কোচ মেহমুদ ঠিকই মনে করছেন, তার দল ১৫-২০ রান কম করেছে। মেহমুদ এটাও বলেছেন, মাঝের ওভারে তার দল ধীরগতিতে রান তুলেছে।
কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৪০