বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও তুরাগ থানা শাখা সভাপতি কাজী নাসির উদ্দিন,পরিচালক মিয়া শরীফুল ইসলাম,আশুলিয়া ম্যানেজার’স এসোসিয়েশনের সভাপতি মো.সোলাইমান মিয়া।সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নূর-উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আশুলিয়া থানা উপ-শাখার সহ-সভাপতি জাহিদ হাসান শিকদার, মোর্শেদ আলী খাঁন পাপ্পু, এক্সিকিউটিভ সদস্য শাজাহান সুজন ও শুয়াইবুর রহমান শুয়েব মোল্লা সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
এদিকে আমন্ত্রিত অতিথীরা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের গুণগত মান নিশ্চিতে কেমিস্ট ও ড্রাগিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবৈধ ও অনুমোদনহীন ওষুধের বাজারজাত বন্ধে প্রশাসনের পাশাপাশি সংগঠনের সদস্যদেরকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।অন্যদিকে, বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার নেতৃবৃন্দ জানান, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পেশাগত বন্ধন সুদৃঢ় হবে। এরফলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলেও তারা জানান।