রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংঘাতের পর প্রথমবার জনসম্মুখে এলেন খামেনি আশুলিয়ায় বিসিডিএস এর মতবিনিময় সভা  দৌলতপুরে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে বাচ্চু মোল্লা সভাপতি : বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই এই দেশ পুনর্গঠন করতে হবে — নাহিদ ঘরে ঢুকে ছুরিকাঘাত,আ.লীগ নেতার মায়ের মৃত্যু শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে- জয়পুরহাটে নাহিদ ইসলাম মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো কেউ জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবারে সুখ ফেরাতে বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরলেন শার্শার রনি শার্শায় গৃহবধূকে গনধর্ষণের অভিযোগ কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

আশুলিয়ায় বিসিডিএস এর মতবিনিময় সভা 

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপ-শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা জালাল প্লাজার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথিদের সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয় এবং সভায় ওষুধ ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান, পেশাগত মানউন্নয়ন, নীতিমালা, সদস্যদের অধিকার ও দায়িত্ব নিয়ে গঠনমূলক আলোচনা হয়।প্রধান অতিথি বীকন ফার্মেসিউটিক্যালস্ ঔষধ কোম্পানির সেলস্ ম্যানেজার জোনাল হেড-৬ ও নির্বাহী ব্যবস্থাপক মিনা বুলবুল হোসেনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির আশুলিয়া থানা উপ-শাখার সভাপতি মো: জহীরুল ইসলাম খাঁন লিটন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও তুরাগ থানা শাখা সভাপতি কাজী নাসির উদ্দিন,পরিচালক মিয়া শরীফুল ইসলাম,আশুলিয়া ম্যানেজার’স এসোসিয়েশনের সভাপতি মো.সোলাইমান মিয়া।সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নূর-উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আশুলিয়া থানা উপ-শাখার সহ-সভাপতি জাহিদ হাসান শিকদার, মোর্শেদ আলী খাঁন পাপ্পু, এক্সিকিউটিভ সদস্য শাজাহান সুজন ও শুয়াইবুর রহমান শুয়েব মোল্লা সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
এদিকে আমন্ত্রিত অতিথীরা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের গুণগত মান নিশ্চিতে কেমিস্ট ও ড্রাগিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবৈধ ও অনুমোদনহীন ওষুধের বাজারজাত বন্ধে প্রশাসনের পাশাপাশি সংগঠনের সদস্যদেরকেও অগ্রণী  ভূমিকা পালন করতে হবে।অন্যদিকে, বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার নেতৃবৃন্দ জানান, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পেশাগত বন্ধন সুদৃঢ় হবে। এরফলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলেও তারা জানান।

 

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit