স্পোর্টস ডেস্ক : রোববার (২১ এপ্রিল) রাত ১টায় লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই ম্যাচ জিতলে লা লিগার শিরোপা পুনরুদ্ধার অনেকটাই নিশ্চিত হবে লস ব্ল্যাঙ্কোসদের। আর হারলে কাতালানদের সামনে সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের রেস জমিয়ে তোলার।
জমজমাট এই ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘যদি আমরা জয় তুলে নিতে পারি তাহলে লিগে ধরাছোঁয়ার বাইরে থাকব। আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছি যারা সাম্প্রতিক ম্যাচে দুর্দান্ত খেলেছে।‘
আনচেলত্তি আরও বলেছেন, ‘এটি একটি কঠিন লড়াই হবে। তারাও বেশ কঠিন ম্যাচ খেলে এসেছে। লা লিগা শিরোপার কাছাকাছি যাওয়ার একটি দুর্দান্ত সুযোগ আমরা পেয়েছি। তবে আমরা জানি এটি কতটা কঠিন হবে। কারণ বার্সেলোনা আপনার প্রতিপক্ষ, বিষয়টি মাথায় রাখতে হবে।’
কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২১