নওগাঁয় দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদশর্নী মেলার উদ্বোধন
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
Update Time :
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
১১৯
Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ‘‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রদিপ্যাদে নওগাঁয় দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদশর্নী মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পর সহযোগিতায় এ প্রদশর্নী মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
মেলা প্রদশর্নী শেষে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এম,এ রবিন শীষ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা হাঁস প্রজম্ম খামারের উপ-পরিচালক ডাঃ মোঃ জহুরুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক প্রমূখ। দিন ব্যাপি এ প্রদশর্নী মেলায় ৪৬টি স্টল অংশগ্রহন করেন। পরে বিকালে প্রদশর্নী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।