বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে সহায় নামে একটি সংগঠন। শনিবার বেলা ১১টায় সংগঠনটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অসহায়দের হাতে নয় ধরণের সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দূসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাদা ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুয়েল রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মো. আশরাফ উদ্দিন ইমন। তাদের দেওয়া ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, সিদ্ধ চাল, পোলাও চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আলু, সেমাই ও কনডেন্সড মিল্ক।
কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৪৪