স্পোর্টস ডেস্ক : ম্যাচের ১৭ মিনিটে শেফিল্ড গোলকিপার ইভো গ্রাবিচের ভুলে গোল ‘উপহার’ পান লিভারপুল ফরোয়ার্ড দারউইন নুনেজ। গ্রাবিচ বল ক্লিয়ার করতে অনেক বেশি সময় নেন৷ আর সেটাই সূ্যোগ হিসেবে কাজে লাগান নুনেজ। গ্রাভিচের পেছন থেকে গিয়ে বল ছিনিয়ে নিয়ে দারুণ এক শটে গোল আদায় করেন এই উরুগুয়ান। যা দেখে মনে হয়েছিল এটা কোনো হরর মুভির দৃশ্য।
প্রিমিয়ার লিগে কাল রাতে শেফিল্ডের বিপক্ষে লিভারপুল পায় ৩-১ গোলের জয়। সেখানেই এমন দুর্দান্ত গোল করেন নুনেজ। এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই লিভারপুল। বিরতির পর ৫৮ মিনিটে কনর ব্রাডলির আত্মঘাতী গোলে সমতায় ফিরতে বাধ্য হয় ইয়র্গেন ক্লপের শিষ্যরা। তাদের এই জয়ের রাতের ম্যাচটি দেখে থাকলে আর্জেন্টাইন মিডফিল্ডারের নামের সঙ্গে ওটুকু জুড়ে দেওয়ায় আপত্তি ওঠার কথা নয়। ম্যাচে তখন ৭৬ মিনিট।
দুই দল ১-১ গোল সমতায়। বক্সের ভেতর শেফিল্ডের এক খেলোয়াড়ের পায়ে লেগে একদম ‘ডি’-এর মাঝে বল পেয়ে যান ম্যাক অ্যালিস্টার। প্রায় ২০ গজ দূর থেকে ডান পায়ে নেওয়া তাঁর শটটি দেখে তাকিয়ে থাকতে হয়। রকেট লঞ্চার যে গতিতে যায়, বলটির গতি তার চেয়ে কোনো অংশে সম্ভবত কম ছিল না! পেছনে একটু দূরে দাঁড়িয়ে থাকা লিভারপুল সেন্টারব্যাক ইব্রাহিম কোনাতের গোলটি দেখে তো মাথায় হাত।
৯০ মিনিটে শেষ গোলটি কোডি গাকপোর। এই জয়ে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয়। তিনটি দলই আর ৮টি করে ম্যাচ খেলবে।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৪০