বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

দৌলতপুরে পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও ঝাড়– মিছিল

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩০১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় মুল আসামিদের বাদ দিয়ে আদলতে মনগড়া তদন্ত দাখিল করার অভিযোগে দৌলতপুর থানা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়– মিছিল করেছেন গ্রামবাসী। বুধবার বেলা ১১টায় উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা হাটখোলাপাড়া গ্রামে মানববন্ধন ও ঝাড়– মিছিল করেন তারা।

২০২৩ সালের ১৪ জুন বিকেলে গরুতে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ভুরকা হাটখোলাপাড়া গ্রামের রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) নামে দু’জন কৃষকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে চরাঞ্চলের এক সময়ের ত্রাশ লালচাঁদ বাহিনীর সেকেন্ডইন কমান্ড উজ্জল সর্দার সহ তার সন্ত্রাসী বাহিনী। হত্যার এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ সহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে দৌলতপুর থানায় জোড়া খুনের মামলা করেন নিহত বজলু মালিথার ছেলে নাহিদ হাসান।

মানববন্ধনে অংশ নেওয়া জুয়াদুর রহমান জজ সহ গ্রামবাসীরা জানান, বজলু মালিথা ও শরিফুল মালিথাকে প্রকাশ্য দিবালকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে আরো ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা করেছিলাম। কিন্তু মামলাটি সুষ্ঠ তদন্ত না করে আসামীদের কাছ থেকে অবৈধ আর্থিক সুবিধা নিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসান এজাহার থেকে হত্যাকান্ডে অংশ নেওয়া ৮ জন আসামির নাম বাদ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। যার কারনে হত্যা মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা প্রকাশ করছেন নিহতদের পরিবার ও গ্রামবাসী।

গত ১৫ ফেব্রুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান হত্যা মামলার মুল আসামিদের বাদ দিয়ে আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরই প্রতিবাদে গ্রামবাসী পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়– মিছিল করে। মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসানকে অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। সেই সাথে মামলাটি পুনরায় তদন্ত করে হত্যাতান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান তারা। এসময় মানববন্ধন ও ঝাড়– মিছিলে এলাকার ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit