আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে।
এ হামলার দায় স্বীকার করা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দাবি এই বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
পুলিশ উপ-প্রধান ইনায়েত বাঙ্গালজাই আরএফই/আরএল’র রেডিও মাশালকে বলেন, ৩০ জানুয়ারি সাওয়াই শহরে মোটরসাইকেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সমাবেশে অংশগ্রহণকারীদের লক্ষ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন।
কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৪১