স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ২০ বছরের ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৫৮টি ম্যাচ খেলে ৩০৫ উইকেট শিকার করেছেন আনিশা। পুরুষ-নারী উভয় ক্যাটাগরি মিলিয়ে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছেন ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার।
বিদায়ের ঘোষণায় আনিশা বলেন, ‘গত ২০ বছর সত্যিই দুর্দান্ত ছিল। প্রতিটি মিনিট উপভোগ করেছি আমি—উত্থান ও পতন। আমার বিশ্বাস, এখন সরে দাঁড়ানোর সময়, যাতে তরুণেরা তাদের স্বপ্ন উপজীব্য করে বাঁচতে পারে, যেমনটি আমি করেছি।
এদিকে সাকিরা সেলম্যান ১৮ বছরের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৯৬টি ম্যাচ খেলেছেন। অপরদিকে ২০১১ ও ২০১৩ সালে অভিষেক হয় দুই জমজ বোন কাইসিয়া নাইট ও কায়সোনা নাইটসের। কাইসিয়ার খেলেছেন ১৫৭ ও কায়সোনা ১০৬টি ম্যাচ খেলেছেন।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৮