আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১০ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। সবশেষ হামলাটি লোহিত সাগরে হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর একটি ছিল। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত লোহিত সাগরে ২৬বার হামলা চালিয়েছে হুতিরা।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, হুতিদের চালানো এই ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লোহিত সাগরে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এক কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কাজে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) অংশ নেয়। আর ‘অপারেশন প্রোসপারিটি গার্ডিয়ান’-এর অংশ হিসেবে বর্তমানে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জাহাজ রয়েছে।ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো একই সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ইরান-সমর্থিত হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তারা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:২১