বিনোদন ডেস্ক : গত বছরের নভেম্বরে ইরার বাগদানে সার্বক্ষনিক হাজির ছিলেন আমির খানের প্রেমিকা ফতিমা সানা শেখ। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে ইরার আইনি বিয়েতে দেখা যায়নি ফাতিমাকে।
বাগদানে হাজির থাকলেও বিয়েতে ছিলেন না ফাতেমা। তাহলে কি সম্পর্কের অবনতি? এমনটাই গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ার অন্দরে। এখন দেখার বিষয় ৮ জানুয়ারি ফাতেমা কি সত্যিই আসবেন প্রেমিকের মেয়ের বিয়েতে! জানা যায়, ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করার পর ফাতিমা সানা শেখের সঙ্গে আমির খানের সম্পর্কের গুজব শোনা যায়। এরপর ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করে সেই গুঞ্জন আরও বেড়ে যায়।
দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাদের প্রেমের সত্যতা প্রকাশ পায়। তবে আমির-কন্যা ইরা খানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ফাতিমার। ১৯৮৬ সালে রিনাকে বিয়ে করেন আমির খান। রিনার সঙ্গে ১৬ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথে হাঁটেন আমির। তাদের দুই সন্তান জুনেইদ খান ও ইরা খান।
তারা বড় হয়ে ওঠেন রিনার কাছেই। রিনার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পরে ২০০৫ সালে ‘লগন’ ছবির সহকারী পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। সেই সম্পর্কেও চিড় ধরে প্রায় ১৫ বছর পরে। ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন আমির ও কিরণ।