বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করে শিল্পী জানান, বেশ কয়েকদিন ধরেই সর্দি-কাশিতে ভুগছেন তিনি। তা নিয়েই রোজ গানের অনুষ্ঠান করছেন। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়।
সময় সংবাদকে ইমন জানান, সর্দির জেরে উচ্চারণে সমস্যা হচ্ছে তার। তাই শ্রোতাদের কাছে সেই কথা আগেই জানিয়েছেন ইমন। তবে ভিডিও বার্তায় অনুষ্ঠান চালিয়ে যাবেন বলেও ভরসা দেন শ্রোতাদের। মৌলিক গান এবং বাংলা ছবির গান নিয়ে ইমনের ব্যস্ততা এখন বেশ তুঙ্গে। সঙ্গে নিজের গানের ক্লাস। আর পাল্লা দিয়ে চলছে গানের অনুষ্ঠানও। সবমিলিয়ে এবছরটা ইমনের জন্য মন্দ ছিল না!
কিছুদিন আগে ঢাকাতেও অনুষ্ঠান করেছেন। দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘সাদা কালা’ গান গেয়ে তাকও লাগিয়েছিলেন এ কন্ঠশিল্পী। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে ইমনের কপালে। কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তার শীতকালীন শো চলছে। মুশকিলে পড়া ইমনের জন্য অনেক ভক্তই তার সুস্থতা কামনা করেছেন। শিগগিরই সেরে উঠে আবারও গানে গানে শ্রোতাদের মন তোলার প্রার্থনাও করেছেন ইমনের ভক্তরা।
কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:০৫