বিশেষজ্ঞদের মতে, আঙুল ফোটানো খুবই সাধারণ একটি বিষয়। এর সঙ্গে মানসিক বা শারীরিক কোনো সমস্যার যোগ নেই। আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকিও নেই এই আঙুল ফোটানোর অভ্যাসে। তবে হার্ভার্ড মেডিকেল স্কুলের এক ব্লগ পোস্ট থেকে জানা যায়, বেশি বেশি এই অভ্যাসে বাড়তে পারে জয়েন্টে প্রদাহজনিত সমস্যা।
ফিলাডেলফিয়ার রথম্যান ইনস্টিটিউটের হাত ও কবজির চিফ অব সার্জারি ডা. পেদ্রো বেরেজিকলিয়ান ব্যাখ্যা করেছেন, আঙুলসহ শরীরের বিভিন্ন জয়েন্টগুলো ফাঁক বা সাইনোভিয়াল তরল দিয়ে পূর্ণ হয়। গ্রিজের মতো তরলটি জয়েন্টে মিশে থাকা হাড়গুলোকে একে অপরের কাছাকাছি যেতে দেয়, অস্থিসন্ধিগুলোকে চলনশীল ও শিথিল রাখতে সহায়তা করে। সিনোভিয়াল ফ্লুইড নামে এই তরল পদার্থে গ্যাস বাবল তৈরি হয়, তাই আঙুল ফোটালে শব্দ হয়।
সংবেদনশীল অঙ্গগুলো ফোটানোর ফলে দীর্ঘমেয়াদি ক্ষতি বা আঘাতের কারণ হতে পারে। এছাড়া হাত-পায়ের আঙুল ফোটানোতে বড় কোনো সমস্যা নেই।