আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আরও কয়েকটি নতুন স্বর্ণের খনির সন্ধান মিলেছে। বৃহস্পতিবার সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন এমনটাই জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে স্বর্ণেরনতুন খনির সন্ধান পাওয়া গেছে। এগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ স্বর্ণের খনির দক্ষিণে অবস্থিত।
স্বর্ণের খনির সন্ধানে ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে মাদেন। এই অনুসন্ধানে প্রথমবারের মতো স্বর্ণের মজুত পাওয়া গেল।
অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা যায়, সেখানে উচ্চ ঘনত্বের স্বর্ণ পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল। দু’টি নমুনা থেকে দেখা গেছে, একটিতে প্রতি টন খনিজে স্বর্ণের উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম।
খনি পরিচালনাকারী প্রতিষ্ঠানটি জানায়, ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা নিয়েছে। সূত্র : সৌদি গেজেট।
কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/রাত ৯:৫৪