রামগড়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে রির্টানিং কর্মকর্তার মতবিনিময়।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
১৬৩
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার রামগড়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে খাগড়াছড়ি জেলার রির্টানিং কর্মকর্তার মতবিনিময় সভায় অনুষ্টিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে ও রামগড় উপজেলা সম্মেলন কক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের সাথে রির্টানিং কর্মকর্তার মতবিনিময় সভায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং কর্মকর্তা মমতা আফরিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ আসনের রির্টানিং কর্মকর্তা, ও জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। বিশেষ অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন অফিস, প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন এর সাথে জড়িত সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার জন্য এবং খাগড়াছড়ি জেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা প্রস্তুত আছে। তাই ভোট গ্রহন কর্মকর্তাদের নিষ্ঠার সাথে এবং নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। জেলা পুলিশ সুপার আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলায় মাল্টিলেয়ার নিরাপত্তা বেষ্টনী তৈরীসহ নির্বাচনকালীন নাশকতাকারীদের যেকোনো ধ্বংসাত্বক পরিকল্পনা রুখে দিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান।
প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। তিনি বলেন যে কোন মূল্যে ভোটারদের নির্বিগ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। এ সময় খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন, রামগড় থানার অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাস সহ, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।