স্পোর্টস ডেস্ক : লা লিগায় ভিয়ারিয়ালকে ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ একটি গোল আর একটি অ্যাসিস্টে আলো ছড়িয়েছেন এদিন। তবে অসাধারণ জয়ের দিন চোটের ঘটনায় অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। এসিএল ইনজুরিতে প্রথমার্ধে মাঠ ছেড়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা।
স্বাগতিক হওয়ায় পুরো ম্যাচেই কর্তৃত্ব করেছে রিয়াল। বিশেষ করে মদ্রিচের নৈপুণ্যে তারা বল দখলে এগিয়ে ছিল পুরোটা সময়। ভিয়ারিয়ালকে কোনও সুযোগই দেয়নি। ৩৮ বছর বয়সি মদরিচের শুরুর একটি শট বারে আঘাত করলেও প্রথম গোলটি বানিয়ে দিয়েছেন তিনি। তার ক্রস থেকে ২৫ মিনিটে গোল করেন জুড বেলিংহ্যাম। ইংলিশ তারকার এটি মৌসুমের ১৩তম গোল। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান রদ্রিগো। অবশ্য এই গোল নিয়ে নাটকীয়তা হয়েছে অনেকক্ষণ। শুরুতে লাইন্সম্যান অফসাইডে সেটি বাতিল করে দিয়েছিলেন। পরে ভার রিভিউতে পাল্টায় সিদ্ধান্ত।
মাদ্রিদ আধিপত্য বিস্তার করলেও সফরকারীরা ৫৪ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু ওই পর্যন্তই। পরে ৬৪ মিনিটে ব্রাহিম দিয়াজের গোল রিয়ালের ব্যবধান বাড়িয়ে দেয় আরও। চার মিনিট পর স্কোরশিটে নাম তুলেছেন মদরিচ। আলগা বল পেয়ে জাল কাঁপান তিনি।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৪৩