শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহ ব্যাপী ভর্তি মেলা গতকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ নতুন ধারার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুরু হয়েছে। আধুনিক ও সমকালীন পাঠ্যক্রম ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব ব্যাপৃত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পেশাজীবি তৈরি ও কর্মসংস্থানের দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই ব্যতিক্রমী ইউনিভার্সিটির ৬ষ্ঠ ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর ম্যানেজিং ট্রাস্টি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ড. আহমদ আল ওয়ালী সমকালীন বিশ্ব অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির তুলনা করে বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরের উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় কর্মসৃজন, বেকারত্ব দূরীকরণ ও বিশ্বমানের দক্ষ জনসম্পদ হিসেবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলার লক্ষ্যে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি এডমিশন ফেয়ার চলাকালীন ও পরবর্তী সময়ে এই ইউনিভার্সিটি কার্যক্রম পরিদর্শনের জন্য অভিভাবক মন্ডলী, সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ মেলায় আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মিডিয়া কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে নতুন ধারার এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিশ্বমানের জনশক্তি হিসেবে আমাদের শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হয়েছে, যা একটিআমাদের দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ভর্তিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আআরটিএম এইচআরডিসির পরিচালক অধ্যক্ষ ডা: এসএসএম ফরিদুল ইসলাম লতিফী, সীমান্তিকের পরিচালক (শিক্ষা) অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, ইউনিভার্সিটির প্রক্টর মাহমুদুল আলম মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক আবু ছায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ ও সহকারী রেজিস্ট্রার রিফাতুল ইসলাম রিপন ছাড়াও ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, বিডিপিএইচ, এমপিএইচ, ইংলিশ, ফ্যাসন ডিজাইন, এম.এড প্রভৃতি প্রোগ্রাম সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী ছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হোসেন আহমদ বাবু, আহলে আল আদনান চৌধুরী, নুজহাত আল হাসান, মোঃ মনিরুল ইসলাম, জাহিদ হাসান ও আব্দুল হালিম প্রমুখ কর্মকর্তাবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় যে, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় এডমিশন ফেয়ার উপলক্ষে স্পট এডমিশনে ৬০% ওয়েভার সহ শর্তসাপেক্ষে শতভাগ স্কলারশিপেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইউজিসি’র নির্দেশনা শতভাগ প্রতিপালনক্রমে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইইই, সিএসই, বিবিএ, ইংলিশ, ফ্যাশন ডিজাইন, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ প্রোগ্রামে শিক্ষাদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিলেটে এই প্রথম আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম.এড প্রোগ্রাম চালুর প্রেক্ষিতে এই প্রোগ্রামে ভর্তিতে ব্যাপক সাড়া পড়েছে।
মেলা উপলক্ষে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবির, ট্রেজারার প্রফেসর মমতাজ শামীম, রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল মেলা পরিদর্শনে আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজকে অভিনন্দন জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০