স্পোর্টস ডেস্ক : নতুন প্রজন্মের অনেক তারকার কাছেই রোনালদোর জনপ্রিয়তা বেশি। কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো গোয়েস এবং ভিনিসিউস জুনিয়রের পর সেই তালিকায় নাম লেখানে এন্ডরিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মেসি নয়, রোনালদো’ই তার দেখা সেরা ফুটবলার।
গোল করে রোনালদোর মত উদযাপন করেন এন্ডরিক। বয়স কেবল ১৭, কিন্তু এখনই নিয়মিত শিরোনামে আসেন এই ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বেশ আগেই হয়ে গেছে। ১৮ বছর পূর্ণ হলেই আগামী গ্রীষ্মকালীন দলবদলে পালমেইরাস থেকে রিয়ালে যোগ দেবেন এই স্ট্রাইকার। অবশ্য সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেয়ার আগেই মাদ্রিদ সমর্থকদের মন জয়ে করে নিয়েছেন তরুণ এই স্ট্রাইকার। মেসি-রোনালদোর মধ্যে যে তিনি বেছে নিয়েছেন রোনালদোকেই।
এ প্রসঙ্গে এন্ডরিক বলেন, ‘আমার দেখা ফুটবলারদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোই সেরা।’ক্যারিয়ার কেবলই শুরু করেছেন এন্ডরিক। এরই মধ্যে অনেকেই এন্ডরিককে তুলনা করছেন পেলে-নেইমারের সঙ্গে। তবে সেসবে গা ভাসাতে রাজি নন পালমেইরাস তারকা। পেলেকে স্বীকৃতি দিয়েছেন সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে, ‘পেলের অর্জন কেউ স্পর্শ করতে পারবেন না। পেলে ফুটবলের রাজা।’এন্ডরিক ফুটবল বিশ্বে নিজের নামেই পরিচিত হতে চান। পালমেইরাসকে পরপর দুইবার ব্রাজিলিয়ান লিগ জেতানো এই স্ট্রাইকার যে সেই পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন সেটা বলাই যায়।
কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:১৮