আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্যকান্তের সমন্বয়ে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার চ্যালেঞ্জ করে পিটিশনের রায়ে এই নির্দেশ দেন।
রায়ে ভারতের প্রধান বিচারপতি বলেন,
আমাদের হাতে যে সমস্যাটি রয়ে গেছে, সেটি হলো, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অস্থায়ী কি না, ৩৭০ (১) (ডি) অনুচ্ছেদ ব্যবহার করে বিধানসভার মাধ্যমে গণপরিষদ প্রতিস্থাপন বৈধ কি না এবং গণপরিষদের সুপারিশের অভাবে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন বৈধ কি না। এসব প্রশ্নের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, ২০১৯ সালের ঘোষণা ছিল একীকরণ (ভারতের সঙ্গে কাশ্মীরের) প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি এবং এটি ক্ষমতার একটি বৈধ অনুশীলন।তবে আদালতের রায়ে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলের বদলে রাজ্য হিসেবে শাসনের সুযোগ দেয়ার বিষয়টি যত দ্রুত সম্ভব পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, অতি দ্রুত জম্মু-কাশ্মীরকে রাজ্য মর্যাদা ফিরিয়ে দিয়ে আগামী বছর মুসলিম অধ্যুষিত এই অঞ্চলটিতে নির্বাচন আয়োজনেরও নির্দেশ দেয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৭