বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য শাহআলম নির্বাচিত হওয়ার কিছুদিন পরে চলে যান সৌদি আরব। অনুমতি ছাড়াই দিনের পর দিন বিদেশ অবস্থান করলেও কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
ইউপি সদস্যের সন্ধানে তার বাড়ি গেলেও তার স্বজনরা জানায় সে বর্তমানে প্রবাসে রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ শাহআলম নির্বাচিত হয়ে একবছর এলাকায় অবস্থান করে কর্মসংস্থানের লক্ষ্যে গত ৩০ মে সৌদি আরব চলে যান। তবে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব জানলেও তারা দীর্ঘ দিন যাবত নিরব থাকেন। সরেজমিন এলাকায় গিয়ে বিভিন্ন মানুষের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, ইউনিয়ন পরিষদ থেকে ওয়ার্ডে বরাদ্দকৃত সরকারি সকল সুযোগ-সুবিধা যেমন ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ উন্নয়নমূলক সকল সুবিধা পেতে তাদের বিড়ম্বনা পোহাতে হয়।
ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এ উল্লেখ আছে কোনো ইউপি সদস্য পরপর ৩টি কার্যকরী মিটিংয়ে অনুপস্থিত থাকলেই তার সদস্য পদ বাতিল হবে এবং সুনির্দিষ্ট কারণে ১ বছরে ছুটি নিতে পারবেন সর্বোচ্চ ৩ মাস। বিদেশ গমন করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে হবে। এসব নিয়ম কানুনের তোয়াক্কা না করে দীর্ঘ সময় প্রবাস যাপন করছেন এই ইউপি সদস্য।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া জানান, আমার পরিষদের একজন সদস্য প্রবাসে অবস্থা করছে। আরেকজন কিছুদিন আগে মৃত্যুবরণ করেন। দুই সদস্যের বিষয়ে একত্রিত ভাবে রেজুলেশন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানাব। খুব শীঘ্রই উপ নির্বাচনের মাধ্যমে নতুন সদস্যের ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, কোন জনপ্রতিনিধি ছুটি অনুমোদন ছাড়া দেশের বাহিরে যেতে পারে না। নিয়মবহির্ভূত ভাবে প্রবাসে অবস্থান করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০