শার্শা(যশোর)সংবাদদাতা : বর্তমান এই অবৈধ্য ভোট চোর সরকারের পদত্যাগ ও ২০১৪ সারের বিনাপোট ও ২০১৮ সালের রাতের চেয়েও একটি জঘন্য এক দলীয় ভোটের আয়োজনের তফসিল বাতিলসহ একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে ডাকা হরতাল যশোরের শার্শা ও বেনাপোল এলাকায় স্বঃস্ফুর্ত ভাবে পালিত হয়েছে।
হরতালে শার্শা উপজেলার বড় বড় বাজার গুলোতে অনেক দোকান পাট বন্ধ ছিল। বেনাপোল ও নাভারন থেকে দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। বেনাপোল বন্দর থেকে ছাড়েনি কোন পন্য বাহী ট্রাক। হরতাল চলাকালে শার্শা উপজেলার শার্শা কামারবাড়ি মোড়, নাভারন, বাগআঁচড়া বাজার সহ বেনাপোল বাহাদুরপুর মোড়, কাগজপুকুর মোড়ে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ারমত। তবে হরতালে সাধারন জনজীবন স্বাভাবিক ছিল।
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/রাত ৯:৪৩