মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে (বিরল-বোচাগঞ্জ) দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেনর্ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বোচাগঞ্জ সহকারী রিটানিং অফিসার ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি আব্দুস সবুর, মোঃ জাফরুল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক এম,বিল্লাহ জুয়েল উপস্থিত ছিলেন। দলের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি বোচাগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন। এর আগে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং তার পিতা সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর কবর জিয়ারত করেন।
কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৩,/সকাল ১১:১২