আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত দুইজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) শেইখান ও লায়রমুন গোলচত্বর এলাকায় এ সংঘর্ষ হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় গোলাগুলির মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যায় বহু পরিবার ও স্থানীয় শ্রমিক। আল-জাজিরার দামেস্ক প্রতিনিধি জানান, সংঘর্ষের সময় ভারি মেশিনগান ও মর্টার শেলের ব্যবহার হয়েছে এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ান সিভিল ডিফেন্সের মতে, এসডিএফের গুলিতে তাদের দুজন উদ্ধারকর্মী আহত হন। পাশাপাশি শেইখান গোলচত্বরে এসডিএফের গুলিতে আহত হয়েছেন দুই শিশুও। এসডিএফকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজন সেনা সদস্য রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় মোতায়েনকৃত যৌথ চেকপোস্টে দায়িত্ব পালনরত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় এসডিএফ বাহিনী। তবে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে এসডিএফ। সূত্র: রয়টার্স, আল জাজিরা
কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৯:৫৫