স্টাফ রিপোর্টার : বর্তমান এই অবৈধ্য ভোট চোর সরকারের পদত্যাগ ও ২০১৪ সারের বিনাপোট ও ২০১৮ সালের রাতের চেয়েও একটি জঘন্য ভোটের আয়োজনের তফসির বাতিলসহ দেশ ব্যাপী আইন শুঙ্খলা রক্ষার নামে পুলিম বাহিনীর গনগ্রেফতার এর প্রতিবাদে আজ এবং আগামী কালকের অবরোধ ও হরতালের সমর্থনে যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকায় এক ঝটিকা মশাল মিছিল হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় ও শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের সহযোগিতায় মঙ্গলবার সন্ধার পর নাভারন এলাকায় অবরোধ ও হরতালের সমর্থনে এই ঝটিকা মিছিলে অংশ নেন নাভারন এলাকার বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মি বৃন্দ।
এ ব্যাপারে শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির বলেন , এই ফ্যসিবাদী অবৈধ্য ভোট চোর সরকারকে কোন অবস্থাতেই ষড়যন্ত্র মুলক একতরফা ভোট হতে দেয়া হবে না। তিনি বলেন দিন যতই ঘনিয়ে আসছে এই ভোট চোর সরকারের ততই ক্ষমতায় থাকার বাসনা ছোট হয়ে আসছে। আবুল হাসান জহির বলেন ভোটে জনগনের কোন সাড়া না পেয়ে ভোটের আগেই সাধারন মানুষকে কাছে পেতে সরকারের সুবিধা ভোগিদের জোর কওে মিটিং মিছিলে ডাকছে। আওয়ামীলীগের একটি গ্রুপ তাদের দলের আরএকটি গ্রুপের কর্মিদের বাড়ি ঘরে হামলা করছে।
আওয়ামীলীগের এক গ্রুপ আর এক গ্রুপের অফিস দখর করে নিচ্ছে। শার্শার বিভিন্ন ছোট ছোট বাজার ও মোড়ে মোড়ে পুলিশের সামনে সন্ত্রাসী কর্মকান্ড চলচে। যে কারনে এখনই সাধারন মানুষ ভয়ে আতংকিত হয়ে পড়ছে। তাই তিনি আগামী দিনে বিএনপি’র ডাকা সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশ নেওয়ার জন্য তৃনমল সকল নেতা কর্মির প্রতি আহবান জানান।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:১৮