বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। ট্রেনটি বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এতে এক যাত্রূ আহত হন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ট্রেন যাত্রী শায়েস্তাগঞ্জের সালাহউদ্দিন ফরহাদ জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ঢুকার মূহুর্তে পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকায় রেল লাইনের দুই পাশ থেকে কে বা কারা পাথর ছুড়তে থাকে। এতে ট্রেনের ‘জ’ বগিতে থাকা এক যাত্রী আহত হয়। এ সময় ট্রেনের অন্যান্য যাত্রীরা ভয়ে জানালা বন্ধ করতে থাকেন। জানালার গ্লাস ভেংগে একাধিক যাত্রীর উপর পড়ে।
ট্রেনে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ট্রেনে পাথর ছোড়া হয়েছে জানতে পেরেছেন। তবে কে বা কারা আহত হয়েছে তাদের নাম পরিচয় তিনি জানতে পারেননি। ট্রেনটি বিরতিহীন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি করেন বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৮