শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যােগে  বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। মাটিরাঙ্গায় পলাশপুর জোনের বিশেষ অভিযানে  ভারতীয় পিস্তল ও তাজা গুলি উদ্ধার। শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ কুষ্টিয়া সীমান্তে ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইনে বিজিবি’র বাঁধা : পতাকা বৈঠকে ফেরত ভারতের রাজনীতিতে বিজেপির কৌশল ও কংগ্রেসের বিপর্যয়: বাংলাদেশের বিএনপির জন্য শিক্ষণীয় ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯’ কর্মী আটক ৪ শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে নওগাঁর পত্নীতলায় তৃণমূলে গণমানুষের নেতৃত্বে গড়ে উঠছে পুষ্টি সমৃদ্ধ গ্রাম বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

সারাদেশব্যপী কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁয় আভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২৪ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় ১৭ হাজার ৩শ ৫৯ মেট্রিকটন চাল এবং ৭ হাজার ৬শ ১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে আভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি খাদ্য মন্ত্রনালয় থেকে ভার্চূয়ালী যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। ভার্চূয়ালী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি।  
দেশের অন্য ৮ জেলার সাথে সারাদেশব্যপী আমন ধান চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম খান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানভীর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, জেলা চাল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, জেলা ধান্য চাউল আরতদার সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দনসহ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী’নর পক্ষে জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা স্থানীয় খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকের নিকট থেকে ধান চাল গ্রহণ করেন। 
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান এ বছর প্রতি কেজি ৪৪ টাকা হারে ১৭ হাজার ৩শ ৫৯ মেট্রিক টন চাল এবং প্রতি কেজি ৩০ টাকা হারে ৭ হাজার ৬শ ১৪ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। উপজেলা ভিত্তিক চাল ও ধান ক্রয়ের লক্ষমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৬৩৭৫ মেট্রিকটন চাল ও ৪০৬ মেট্রিকটন ধান, আত্রাই উপজেলায় ১৯০ মেট্রিক চাল ও ২৯৭ মেট্রিকটন ধান, রানীনগর উপজেলায় ১৩৪৮ মেট্রিকটন চাল ও ৭৬০ মেট্রিকটন ধান, মহাদেবপুর উপজেলায় ৭১৫৮ মেট্রিকটন চাল ও ১১২২ মেট্রিকটন ধান, পত্রীতলা উপজেলায় ৫৯৩ মেট্রিকটন চাল ও ৯০৬ মেট্রিকটন ধান, ধামইরহাট উপজেলায় ১৬৭ মেট্রিকটন চাল ও ৮০৩ মেট্রিকটন ধান, পোরশা উপজেলায় ১১১৩ মেট্রিকটন চাল ও ৫৯১ মেট্রিকটন ধান, মান্দা উপজেলায় ১০৪ মেট্রিকটন চাল ও ৬১৪ মেট্রিকটন ধান, বদলগাছি উপজেলায় ১১৭ মেট্রিকটন চাল ও ৫৫৮ মেট্রিকটন ধান এবং নিয়ামতপুর উপজেলায় ১৯৪ মেট্রিকটন চাল ও ১১৭৮ মেট্রিকটন ধান। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit